সুনীত হালদার, উলুবেড়িয়া: মহকুমা হাসপাতাল থেকে উধাও চিকিৎসাধীন রোগী। রোগীকে হাসপাতাল থেকে জোর করে বের করে দেয়ার অভিযোগ উঠল কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায়। জানা গিয়েছে, জয়ন্ত বাগ নামে ওই রোগীর বাড়ি উলুবেড়িয়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের বেলে সিজবেরিয়া গ্রামে।
পরিবারের তরফে জানানো হয়েছে, গত ১ জুলাই পড়ে গিয়ে মাথায় আঘাত পান জয়ন্ত বাগ। তারপরেই তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, গতকাল রাতে হাসপাতাল থেকে তাঁদের ফোন করে জানানো হয় রোগী খুব চিৎকার চেঁচামেচি করছেন। সেই খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে উপস্থিত হন জয়ন্ত-র পরিবারের লোকজন।
তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানান রোগী কোথায় চলে গিয়েছে তাদের জানা নেই। এরপর টানা ২ দিন খোঁজার পরও খোঁজ না মেলায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে আসেন তার পরিবারের লোকজন। এরপর হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিবারের দাবি হাসপাতালে গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে উলুবেড়িয়া থানার পুলিশ। রোগীকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে।