কলকাতা: পেগাসাসকাণ্ড রাজভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক গ্রেফতার।
অন্যদিকে, সপ্তাহের প্রথম দিনই চমক। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের সমর্থনে ট্র্যাক্টর চালিয়ে সংসদের পথে রাহুল গাঁধী। সংসদের সামনে বিজয় চকে আটকায় পুলিশ। আটকে দেওয়া হয় কংগ্রেস নেতাদের। স্লোগান দিতে শুরু করেন তাঁরা। পরে রণদীপ সুরজেওয়ালা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
পেগাসাস ইস্যুতে জাতীয় রাজনীতি বেশ কয়েকদিন ধরেই তোলপাড়। পেগাসাস-বিতর্কে আজও সংসদে সরব হয় তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন আড়িপাতাকাণ্ডে সংসদে গঠনমূলক আলোচনার দাবিকেই প্রাধান্য দেওয়া হবে। এই বিতর্কে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূল। বাদল অধিবেশনে পেগাসাস নিয়ে অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় সরকার কোনও উদ্যোগই নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, লোকসভা ও রাজ্যসভায় রণনীতি স্থির করতে আজ ফের সংসদীয় দলের সঙ্গে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাদল অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস করাতে মরিয়া মোদি সরকার। তার আগে পেগাসাস নিয়ে আলোচনা চেয়ে একজোট বিরোধীরা।
পেগাসাস থেকে রেহাই পায়নি সেনাও। মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সাংসদের ট্যুইট, ‘সাংবাদিক, বিরোধী নেতা, বিচার বিভাগের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীরা। এমনকী, এখন সেনাও রেহাই পাচ্ছে না। এখানে কোনও অস্পষ্টতা নেই। এটা অপরাধ। এর জন্য কে দায়ী? পেগাসাস? সংসদে আজই আলোচনা চাই। প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে।’
পেগাসাস ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কংগ্রেস। গতকাল পেগাসাসকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন হ্যাকিংয়ের অভিযোগ ঘিরে মোদি সরকারের কড়া সমালোচনা করে ট্যুইট করে কংগ্রেস। সেই ট্যুইটে লেখা হয়, ‘শত্রুদের চোখে চোখে রাখতে হয়’। এই প্রবাদ মেনে চলতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদি। সঙ্গে লেখা হয় হ্যাশট্যাগ ‘পেগাসাসস্নুপগেট’। ট্যুইটটির সঙ্গে অভিষেকের একটি ছবিও পোস্ট করা হয়েছে। তাতে লেখা, ‘আপনি ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়্যারের নিশানায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। কখন? ২০২১। কেন? পশ্চিমবঙ্গের ভোট।’ সবার নীচে লেখা, ‘সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছে মোদি সরকার।’
কংগ্রেসের করা এই ট্যুইটটি শেয়ার করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘খেলা হবে।’