‘প্লাস্টিক ডিম’: সিপিএম নেতা রবীন দেবের ভাইপোকে তলব পুলিশের
ABP Ananda, web desk | 01 Apr 2017 11:23 AM (IST)
কলকাতা: প্লাস্টিক ডিমকাণ্ডে সিপিএম নেতা রবীন দেবের ভাইপোকে তলব করল লালবাজারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। দুপুর ১টার সময় তলব করা হয়েছে সুমিত দেবকে। শিয়ালদা মার্কেটে সুমিত দেবের ডিমের পাইকারি ব্যবসা। প্লাস্টিক ডিমকাণ্ডে ধৃত ব্যবসায়ী শামিম আনসারি জেরায় দাবি করেন, তিনি শিয়ালদায় সুমিত দেবের দোকান থেকে ডিম কিনতেন। ওই ব্যবসায়ী তাঁর দোকান থেকে ডিম কিনতেন, একথা স্বীকার করলেও, প্লাস্টিক ডিম বিক্রির কথা অস্বীকার করেছেন সুমিত। ডিমকাণ্ডে রবীন দেবের ভাইপো ছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ীকে তলব করেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিকে, প্লাস্টিক ডিমকাণ্ডে হাওড়ার বিভিন্ন বাজারে তল্লাশি পুরসভার। আজ সকাল থেকে অভিযান চালায় হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগ। নেতৃত্বে মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মেডিক্যাল অফিসাররাও। তাঁরা ডিমের দোকানে গিয়ে পরীক্ষা চালান। পুরসভার পক্ষ থেকে ভাঙা ডিম বিক্রি করতে নিষেধ করা হয়েছে ব্যবসায়ীদের। প্লাস্টিক ডিম বিক্রি করলে পুরসভা কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছ।