ভাঙড় (দক্ষিণ ২৪ পরগনা): অবরোধ উঠলেও ছাইচাপা আগুনের মতো ভাঙড়ের ভিতরে চাপা উত্তেজনার আঁচ রয়েই গিয়েছে। আর সেটা পরিষ্কার হয়ে গেল শনিবার পুলিশ গ্রামে ঢুকতেই। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

শুক্রবার অবরোধ তুলে নেওয়ার পর গ্রামবাসীরা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনায় তাদের আপত্তি নেই, শুধু বহিরাগতরা গ্রামে না এলেই হল। কিন্তু শনিবার দুপুরের দিকে পুলিশ গ্রামে যেতেই পরিস্থিতি পাল্টে যায়। এদিন দুপুর একটা নাগাদ পুলিশ বাহিনী ভাঙড়ের বকডোবা মোড়ে পৌঁছোয়। পুলিশ রুটমার্চ করতে করতে বকডোবা, নতুনবাজার হয়ে মাছিভাঙা গ্রামে ঢুকতেই ৪০-৫০ জন গ্রামবাসী তাদের ঘিরে ধরে। তাদের দাবি, পুলিশকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। তাঁরা বলতে থাকেন, গ্রামের ভিতরে নয়, বাইরে রুটমার্চ করুক পুলিশ। পুলিশ মাইকিং করে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে, তারা ভাঙড়বাসীর পাশেই আছে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। আধঘণ্টা ধরে পুলিশের সঙ্গে নাগাড়ে তর্কাতর্কি চালিয়ে যান গ্রামবাসীরা।
কিন্তু, পুলিশে গ্রামবাসীদের এই আপত্তির কারণ কী? গ্রামবাসীদের দাবি, পুলিশ ঢুকলে বাচ্চারা ভয় পাচ্ছে। আপত্তি এতটাই যে, কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীদের তর্কাতর্কি গড়ায় হুঁশিয়ারিতে। 'ফের এরকম চললে রাস্তা কেটে দেব' বলেন কেউ কেউ।
পরিস্থিতি ফের অশান্ত হয়ে উঠছে বুঝে শেষমেশ পুলিশই পিছু হঠে। আবার নতুনবাজারের রাস্তা ধরে বকডোবার দিকে ফিরে যায় তারা।