হাওড়া: হাওড়ার বালি থানা এলাকায় পুলিশের ‘দাদাগিরি’। আইনরক্ষার ভার যাঁদের ওপর, সেই উর্দিধারী পুলিশকর্মীদের এই রূপ দেখা গেল হাওড়ার বালি থানার কর্ড ব্রিজ এলাকায়।
ম্যাটাডোর চালককে নিগ্রহের প্রতিবাদ করায় বাসে উঠে বৃদ্ধকে মারধর এবং অশ্রাব্য গালিগালাজ পুলিশকর্মীদের। তাঁদের দাবি, বাস থেকে বৃদ্ধ তাঁদের উদ্দেশে কটূক্তি করেন।
রবিবার সকালে নো এন্ট্রিতে ঢুকে পড়ায় এক ম্যাটাডোর চালককে মারধর করেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। তা দেখে ৪০ নম্বর রুটের বাস থেকে এক বৃদ্ধ প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পুলিশকর্মীরা। সোজা বাসে উঠে গিয়ে তাঁরা চড়াও হন বৃদ্ধের ওপর।
তিন পুলিশকর্মী একেবারে দাদাগিরির কায়দায় বৃদ্ধকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। কেন এই বৃদ্ধ ম্যাটাডোর চালককে মারধরের প্রতিবাদ করেছেন, সেজন্য উর্দিধারী আইনরক্ষকের শাসানি শুনুন।
বৃদ্ধকে যে পুলিশকর্মীরা মারধর করছিলেন, তার মধ্যে একজন হাওড়া সিটি পুলিশের এএসআই বিদ্যুৎকুমার সিংহ। এই পুলিশকর্মীর দাবি, বৃদ্ধ বাস থেকে তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। আরেক পুলিশকর্মীকে বৃদ্ধর গায়ে হাত তুলতে দেখা গেলেও, পরে তিনি ক্যামেরার সামনে মুখই খুলতে চাননি।
যে ৪০ নম্বর রুটের বাসে এই ঘটনা ঘটেছে, তার মালিকও অবশ্য পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। বলেছেন, হামেশাই পুলিশ এখানে টাকা চাইত। ভিড় হয়ে যায়। ড্রাইভার মারধর করাতেই প্রতিবাদ করে বৃদ্ধ। এরপর আমাদের ওপরও কোপ আসতে পারে।
নাগরিকদের রক্ষার ভার যাঁদের ওপর, সেই পুলিশের এ কেমন রূপ! উর্দিধারীদের দাদাগিরি দেখে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
দেখুন ভিডিও: বাসে উঠে বৃদ্ধকে মারধর এবং অশ্রাব্য গালিগালাজ পুলিশকর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 07:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -