কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত নদিয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের গয়েশপুর। সিপিএম সমর্থককে লক্ষ্য করে গুলি-বোমাবাজি। বোমার আঘাতে গুরুতর জখম সিপিএম সমর্থক। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দুই সিপিএমকর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত দুই সিপিএমকর্মী ভর্তি বারুইপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় গ্রেফতার সুশান্ত হাওলাদার নামে এক তৃণমূলকর্মী। যদিও ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভোট মিটতেই উত্তপ্ত বর্ধমানের খণ্ডঘোষ। নৃশংসভাবে খুন সিপিএমের পোলিং এজেন্ট ফজল হক সহ দুজন। যদিও, খুনের সঙ্গে তাদের যোগ নেই বলে দাবি তৃণমূলের।

জোড়া খুনের ২৪ ঘণ্টা পরও আতঙ্ক কাটেনি বর্ধমানের লোধনা গ্রামে। রাস্তা-ঘাট জনশূন্য। দেখা নেই মানুষের। গোটা গ্রাম যেন মৃত্যুপুরী!