আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস, সন্ধে থেকে বাড়তে পারে দুর্যোগ, কমলা সতর্কতা জারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2020 11:56 AM (IST)
আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বইবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধে থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
NEXT
PREV
কলকাতা: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বইবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধে থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় সৈকত এলাকায় জারি সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে। সন্ধের পর থেকে কলকাতা সহ ৬টি জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পাশাপাশি, আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা: আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বইবে ঝোড়ো হাওয়া। আজ সন্ধে থেকে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। প্রবল বৃষ্টিতে বাড়বে নদীর জলস্তর। ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় সৈকত এলাকায় জারি সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে। সন্ধের পর থেকে কলকাতা সহ ৬টি জেলায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। পাশাপাশি, আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা জারি। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -