বাঁকুড়া: মাঠে কাজ করার সময় শোঁ শোঁ আওয়াজ। দেখা যায়, ধেয়ে আসছে ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ। হাওয়ার তোড়ে মাটির জল উঠে যায় শূন্যে। গতকাল এই ছবি দেখা যায় বাঁকুড়ার পাত্রসায়রের তালসাগরা গ্রামে। এর ফলে ক্ষতি হয়েছে মাঠের ফসলের। আবহবিদরা বলছেন, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জেরে তৈরি হয় এধরনের মিনি টর্নেডো। বিশেষজ্ঞদের মতে, ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ও বায়ুমণ্ডলের উপরের স্তরের মধ্যে ফারাক দেখা দিলে মিনি টনের্ডোর সৃষ্টি হয়। গতকাল পাত্রসায়রে এমনটাই ঘটেছে বলে মনে করছেন তাঁরা।
দেখুন ভিডিও: শোঁ শোঁ আওয়াজে ঘূর্ণায়মান বায়ুস্তম্ভ, হাওয়ার তোড়ে মাটির জল শূন্যে! মিনি টর্নোডের সাক্ষী বাঁকুড়ার কৃষকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Aug 2020 10:47 AM (IST)
বিশেষজ্ঞদের মতে, ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ও বায়ুমণ্ডলের উপরের স্তরের মধ্যে ফারাক দেখা দিলে মিনি টনের্ডোর সৃষ্টি হয়
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -