দার্জিলিং: দার্জিলিংয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনা রাজ্য সরকারের। আর সেই অনুষ্ঠানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রণব মুখোপাধ্যায়। বললেন, মমতা আমার ছোট বোনের মতো, উন্নতি, প্রগতি, ঐক্যের জন্য কঠোর পরিশ্রম করছে, ভগবান ওর মঙ্গল করুক।
এদিন, খারাপ আবহাওয়া সত্বেও ম্যালে ছিল উপচে পড়া ভিড়। সেই সঙ্গে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পাহাড়-সমতলকে একসূত্রে বাধার ছবিটাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে সম্মান জানতে যেমন সুযোগ দিলেন বিমল গুরুং-কে, তেমনই সুযোগ পেয়েছেন লেপচা, তামাং, শেরপা-সহ বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানরা।
রাষ্ট্রপতির সামনে বিভিন্ন জনজাতির পক্ষ থেকে নৃত্য পরিবেশনও করা হয়। গান গাইতে দেখা গেল তথ্যসংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনকে।
পাহাড় যে বাংলার অবিচ্ছেদ্দ অঙ্গ, এদিন ফের সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, তামাং, লেপচা, শেরপা, আমরা সবাই এককাট্টা হয়ে বলব সারে যাঁহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা, সারে যাঁহা সে আচ্ছা বাংলা হামারা, পাহাড় আমাদের গর্ব, সবাই এক, ভারত মহান, বাংলা মহান।
রাষ্ট্রপতির গলাতেও বাংলার ঐক্যের বার্তা। তিনিও বললেন, দার্জিলিং ট্রুলি মিনি ইন্ডিয়া। একসঙ্গে কাজ করব, একসঙ্গে থাকব।
সবমিলিয়ে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উদ্দীপনায় ভাসল শৈলশহর।
দার্জিলিংয়ে রাষ্ট্রপতিকে সংবর্ধনা রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jul 2016 04:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -