কলকাতা: মঙ্গলবার থেকে অনলাইনে জমা দেওয়া যাবে প্রাথমিক টেট-এর আবেদনপত্র। ফর্ম ফিলআপ করা যাবে ২৯ অক্টোবর পর্যন্ত।
সকাল থেকে যে ২টি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে সেগুলি হল-- www.wbbpe.org এবং www.wbsed.gov.in
পাশাপাশি পর্ষদের ঘোষণা, কর্মরত অবস্থায় কোনও শিক্ষকরে মৃত্যু হলে, এখন থেকে আর সরাসরি চাকরি পাবে না তাঁর সন্তান বা আত্মীয়। তাঁদেরকেও টেট দিয়ে আসতে হবে। তবে নম্বরের ক্ষেত্রে মিলবে ৫ শতাংশ ছাড়।
প্রাথমিক টেট-এ আবেদন করতে কী যোগ্যতা লাগবে? উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় পেতে হবে ৫০ শতাংশ নম্বর। এসসি, এসটি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনা, এছাড়া আরও যাঁরা ছাড় পান-- তাঁরা ওই নম্বরে ছাড় পাবেন ৫ শতাংশ। থাকতে হবে এনসিটিই অনুমোদিত কেন্দ্র থেকে ২ বছরের প্রশিক্ষণ।
যাঁরা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ২ বছরের প্রশিক্ষণ নিয়েছেন বা যাঁরা উচ্চমাধ্যমিকের পর ৪ বছরের বিএলএড করেছেন, তাঁরাও করতে পারবেন আবেদন।
ফি-ও জমা দিতে হবে অনলাইনে। সাধারণ পরীক্ষার্থীদের জন্য লাগবে ১০০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের জন্য ২৫ টাকা। ফর্ম ফিলআপ করা যাবে ২৯অক্টোবর রাত ১২ পর্যন্ত।
পর্ষদের পরামর্শ, ফর্ম ফিলআপ করার পর প্রিন্ট করে দেখে নিতে হবে, তাতে কোনও ত্রুটি আছে কি না। তারপর জমা দিতে হবে টাকা।