বোলপুর:  বোলপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে আধিকারিকদের তিনদিন ধরে ঘরে আটকে রেখে বিক্ষোভ। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে।

কলেজে শিক্ষার পরিকাঠামো নেই, তাই বিক্ষোভ, দাবি পড়ুয়াদের। অভিযোগ, বোলপুরের ওই ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার পরিকাঠামো নেই, ক্যাম্পাসিংও হয়না। এর প্রতিবাদে গত তিনদিন ধরে কলেজের সহকারি অধ্যক্ষ, রেজিস্ট্রার এবং অধ্যাপক-সহ ৬ জনকে ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা।

অভিযোগের কথা মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকেও লিখিতভাবে জানানো হয়েছে বলে দাবি পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, আধিকারিকদের ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন বিক্ষোভকারীরা। পুলিশকে জানানো সত্বেও কোনও ফল হয়নি বলে অভিযোগ। যদিও পুলিশের দাবি, লিখিত অভিযোগ না পাওয়ায়, তারা ব্যবস্থা নিতে পারেনি।