বিটন চক্রবর্তী, হলদিয়া : এবার পাঁচ টাকায় ডিম-ভাতের ব্যবস্থা হল হলদিয়ায়। ৫ টাকায় মিলছে ভাত-ডাল-তরকারি আর ডিম। যার সুবিধা পেতে কুপন হাতে লাইনে দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এবার চালু হল মা কিচেন। মহকুমা হাসপাতালের কাছে শুক্রবার থেকে শুরু হয়েছে স্বল্পমূল্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। কিন্তু মা কিচেন চালু ঘিরে বন্দর শহরে শুরু হয়েছে চাপানউতোর। লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। ইতিবাচক কিছুই দেখে না বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


৫ টাকার ভোজ নিয়ে শিল্পশহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান পরিস্থিতিতে হলদিয়ার একটা অংশে জলযন্ত্রণা চরমে। নিকাশি নিয়ে অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে। বিজেপির দাবি, সেসব থেকে নজর ঘোরাতেই তড়িঘড়ি এই প্রকল্প চালু করা হয়েছে। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন, 'দু’দিন চলতে না চলতেই মুখ থুবড়ে পড়েছে, মানুষ বীতশ্রদ্ধ, অতিবৃষ্টির ফলে হলদিয়া জলমগ্ন, ত্রাণ না দিয়ে মানুষের নজর ঘোরাতে এসব করছেন।' পাল্টা হলদিয়া পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুধাংশু মণ্ডল বলেছেন, 'আমরা এটা চালিয়ে নিয়ে যেব। আমরা চাই প্রজেক্টটা চলুক। বিরোধী দলের সদর্থক কোনও ভূমিকা নেই। ঘরে বসে বলার জন্য বলে।'


প্রথম দিন হলদিয়ার পাঁচ শতাধিক মানুষ মা কিচেন থেকে দুপুরের খাবার পান। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কুপন দেওয়া হবে। এবং দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত সেই কুপন অনুযায়ী খাবার দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গেছে, হলদিয়ার অন্যত্রও মা কিচেন খোলা হবে। হলদিয়া পুরসভার নিয়ন্ত্রণাধীন এই মা কিচেন পরিচালনার দায়িত্বে থাকছেন শাসকদলের মহিলা কর্মী-সমর্থকরা। তাঁরাই এই ক্যান্টিনের সমস্ত কাজকর্ম করছেন। মা কিচেন উদ্বোধনের দিন প্রায় ৫০০ জনের খাবারের বন্দোবস্ত করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, খাবারের ব্যবস্থা হয়েছে তাই লাইনে দাঁড়িয়েছি, অনেক লোকের উপকার হচ্ছে, আশেপাশের বহু লোকও খাচ্ছে। লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ। এই পরিস্থিতিতে এমন পরিষেবা চালু হওয়ায় অবশ্য খুশি স্থানীয় মানুষরা।