কলকাতা: অষ্টমীর দুপুরে বৃষ্টি।কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুপুর থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি।সন্ধের মধ্যে আরও বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস।দুপুরের পর থেকেই আকাশ কালো করে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।

অষ্টমীর দুপুরে আধ ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে দক্ষিণ হাওড়ার বেশ কিছু পুজো মণ্ডপ। আজ বেলা ১২টা নাগাদ বৃষ্টি শুরু হয়। বর্ষণের জেরে আন্দুল, শিবপুর এবং চাঁদমারি এলাকার কয়েকটি মণ্ডপে জল ঢুকে পড়ে। ফলে ব্যাহত হয় পুজোর কাজ। এমনকি কয়েকটি জায়গায় বন্ধ রাখা হয় ভোগ বিতরণও। বৃষ্টি থামায় মণ্ডপগুলি থেকে ধীরে ধীরে জল নামতে শুরু করেছে।

বৃষ্টি অবশ্য উত্সবপ্রেমীদের উত্সাহে বাধা হতে পারেনি। আজও মণ্ডপে মণ্ডপে ভিড় দেখা যাচ্ছে।

গতকালও কয়েক পশলা বৃষ্টি হয়েছিল।