নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে
ABP Ananda, web desk
Updated at:
04 Nov 2016 07:27 AM (IST)
NEXT
PREV
কলকাতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। যার জেরে সকাল থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। এখন তার অভিমুখ উত্তর-পশ্চিম দিকে হলেও তা ঘুরতে পরে উত্তর-পূর্ব দিকে। বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। তার জেরে ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মত্স্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। যার জেরে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্র উপকূলেও।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -