কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি। পূর্ব বর্ধমান ও হুগলিতে বাজ পড়ে মৃত ৪। আগামী ২৪ ঘণ্টাতেও হবে বিক্ষিপ্ত বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সন্ধে নামতেই আকাশ কালো করে ঝমঝমে বৃষ্টি। মৌসুমী বায়ুর আগমন জানান দিল বর্ষা। রাজ্যে বর্ষা ঢুকেছে ১২ তারিখ। কিন্তু সেরকম বৃষ্টি হয়নি। শেষমেশ, নামল সোমবার সন্ধ্যায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয়ভাবে মেঘ তৈরি হলেও ভারী বৃষ্টির পথে বাধা তৈরি হচ্ছিল। এদিনের বৃষ্টি স্বাভাবিক বর্ষার বৃষ্টি।
এদিন কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং উত্তর দিনাজপুরে। স্বস্তির বৃষ্টির পাশাপাশি রয়েছে অস্বস্তির খবরও।
হুগলির চুঁচুড়ার বসন্তবাগানে বাজ পড়ে মৃত্যু হয় দুই পথচারীর। ধরমপুরে বজ্রপাতে প্রাণ হারান এক ব্যক্তি। অন্যদিকে, পূর্ব বর্ধমানের কালনায় বৃষ্টির সময় স্কুলের ছাদে যাওয়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামি ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতেও।
দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টি হলেও মঙ্গলবার সকাল থেকে মেঘলা থাকবে আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহায়া দফতর।