কলকাতা: গুজরাত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।