আজও চলবে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
ABP Ananda, web desk | 11 Aug 2016 02:51 AM (IST)
কলকাতা: তিনদিন টানা বৃষ্টির পর আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তবে আজও আকাশ আংশিক মেঘলা থাকবে। নিম্নচাপের জেরে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আলিপুরে বৃষ্টিপাতের পরিমাণ ৬২.৭ মিলিমিটার। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান ও বাঁকুড়ায়। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও রয়েছে নিম্নচাপের প্রভাব। ফলে অজয়, দামোদর, কংসাবতী ও ময়ূরাক্ষী নদীতে জলস্তর বাড়ার আশঙ্কা।