আবীর দত্ত,কলকাতা: শুভেন্দুর পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় । এবার CRPF-এর নিরাপত্তা পাচ্ছেন রাজীব বন্দোপাধ্যায় । Z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে তাঁকে। সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি-তে যোগ দেওয়া ডোমজুরের বিধায়ক রাজীব Z ক্যাটাগরি CRPF নিরাপত্তা পাচ্ছেন গতকাল, রবিবার রাত থেকে । নিরাপত্তা দেওয়া হবে বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী,রুদ্রনীল সেন-সহ বাকিদের, যারা বিজেপি-তে সদ্য যোগ দিয়েছেন। কোন ক্যাটাগরির নিরাপত্তা থাকবে তাঁদের জন্য, তা নিয়ে দ্রুত হবে সিদ্ধান্ত ।


CRPF সূত্রে খবর,স্বরাষ্ট্র মন্ত্রক, রাজীবের নিরাপত্তা নিয়ে চিন্তিত । এই কারণে তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতাকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা । যেমন শুভেন্দু অধিকারী Z ক্যাটাগরি নিরাপত্তা পান । CRPF-এর নিরাপত্তা পান বাবুল সুপ্রিয়, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।



বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক হিংসার একাধিক ঘটনা ঘটেছে। হেস্টিংসে বিজেপির অফিসে যাওয়ার পথে হামলার অভিযোগ সদ্য তৃণমূল কংগ্রেসে থেকে বিজেপিতে যোগদান করা সুনীল মন্ডলের। ঘটনার পর সুনীল মন্ডলকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ । নিরাপত্তা বিষয়ক সমস্ত সাহায্যের আশ্বাস দেন তিনি। এরপরের দিনই দেখ যায় সুনীল মন্ডলকে CRPF-এর তরফে Y ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে । নির্বাচনের আগে দুর্গাপুরে আর খড়গপুরে দুই কোম্পনি CRPF বাহিনীকে পাঠানো হয়ে । নিরাপত্তা দেওয়ার বিষয়ে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়ে । শুভেন্দু অধিকারী সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি যোগদানের পর হাই সিকিউরিটি করে দেওয়া হয়ে দু’দিনের মধ্যেই ।


Z ক্যাটাগরি CRPF সিকিউরিটিতে ২৪ জন জওয়ান থাকেন । তারা ভিআইপি ব্যক্তির বাড়িতেও নিরাপত্তা দেন । যদিও রাজীববাবু জানিয়েছেন, গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ও কৈলাস বিজয়বর্গী ফোন করেন ৷ সভার পর যে ঝামেলা হয়েছিল সেই বিষয়ে জানেন এবং আমার নিরাপত্তা বাড়ানো হচ্ছে জানানো হয় । CRPF সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতর থেকে ইতিমধ্যেই নির্দেশ জারি হয়ে গিয়েছে । এরপর যা নির্দেশ আসবে সেই অনুযায়ী তারাও নিরাপত্তা দিতে তৈরি । এদিকে আগামিকাল, মঙ্গলবার বারুইপুরে প্রথম জনসভা রাজীব বন্দ্যোপাধ্যায়র । প্রদীপ ছাড়াও থাকবেন শুভেন্দু অধিকারী এবং শোভন চট্টোপাধ্যায়। জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে তিনি যাবেন সভাতে। সেখানেও থাকতে পারে চমক, এমনটাই জানা যাচ্ছে।