নয়াদিল্লি: বিজেপি সভাপতি অমিত শাহের মঙ্গলবারের কাঁথির সভার পর সেখানে যাওয়া লোকজনের ওপর শাসক দলের হামলার অভিযোগ ঘিরে চাপানউতোরের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যারা বিজেপি সভাপতির সভার পর অশান্তি, হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন রাজনাথ। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে খবর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক অফিসারের দাবি, অমিত শাহের সভায় অংশগ্রহণকারী লোকজনের ওপর হিংসা, লুঠপাটের খবরে বিচলিত মন্ত্রী।
বিজেপির দাবি, দলীয় সভাপতির সভার পর তাদের কর্মী, সমর্থকদের নিয়ে আসা গাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হয়। সংঘর্ষে তিনজন জখম হন বলে দাবি তাদের। বিজেপির অভিযোগ, অমিত শাহের সভা থেকে ফেরা লোকজনকে নিয়ে যাওয়া বাসে হামলা করে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের লোকজন। যদিও তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি কর্মীরা কাঁথিতে তাদের দলীয় কার্য্যালয়ে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে।
অমিত শাহের কাঁথির সভার পর অশান্তি, মমতাকে ফোন করে উদ্বেগ রাজনাথের
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jan 2019 08:36 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -