কলকাতা: সাড়ম্বরে পালিত শ্রীরামকৃষ্ণদেবের ১৮২তম জন্মতিথি৷ সকাল থেকেই বেলুড়মঠ, কামারপুকুরে ভক্তদের ঢল৷ মঙ্গলারতি, স্তোত্রপাঠ, শোভাযাত্রার মধ্যে দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ৷
ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু। এর পর বেদপাঠ, স্তবগান। জন্মতিথি উপলক্ষে ছিল বিশেষ পুজোর আয়োজন। সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে। বেলুড় মঠ ও মিশনের সহকারি সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এই দিনের মহিমার কথা জানান। অন্যদিকে, কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের জন্মভিটেতেও মহাসমারোহে পালিত হয় জন্মতিথি৷
এখানেও ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর বেদপাঠ। সকাল সাড়ে ৭টা নাগাদ বের হয় বিশাল শোভাযাত্রা। অংশগ্রহণ করেন প্রায় পাঁচ হাজার ভক্ত।
মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরা নন্দ জানান, তিন দিন ব্যাপি উৎসব চলবে। আজকে ১৫ ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল।
শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রণাম। শ্রীরামকৃষ্ণের ১৮২তম জন্মতিথি উপলক্ষ্যে কামারহাটিতেও বিশেষ মেলার আয়োজন করা হয়। দোল পূর্ণিমা পর্যন্ত এই মেলা চলবে।
শ্রীরামকৃষ্ণদেবের ১৮২তম জন্মতিথিতে ভক্তের ঢল বেলুড়মঠ, কামারপুকুরে
Web Desk, ABP Ananda
Updated at:
28 Feb 2017 07:50 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -