নদিয়া: আট পেয়েদের আতঙ্ক ফিরে এল আবার! পশ্চিম মেদিনীপুরের পর এবার নদিয়া। ঘটনাস্থল নদিয়ার পিকনিক পার্ক এলাকা।
কালো মিশমিশে। আকৃতিতে স্বজাতীয়দের থেকে বেশ বড়। লম্বায় প্রায় দু’ইঞ্চি। সারা শরীর ঘন রোমে ঢাকা। পা-গুলো মোটা, কালো। দেখলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। আটপেয়ে এই প্রাণীটি এদিন প্রথম নজরে আসে স্থানীয় এক বাসিন্দার। ট্যারেন্টুলা-আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড় বাড়ে কৌতুহলী মানুষের।
বিশেষজ্ঞরা জানিয়েছে, এটি ট্যারেন্টুলাই। চাকদা কলেজের প্রাণী বিভাগের প্রধান অতনু কুমার দাস জানান, এটি বিরল, বিষাক্ত, এর কামড়ে মৃত্যু পর্যন্তও হতে পারে।
এর আগে গত বছরের মে-জুন মাসে পশ্চিম মেদিনীপুরে দেখা দেয় ট্যারান্টুলা-উপদ্রব। ডেবরা, পিংলা, দাসপুরের বহু মানুষ বিষাক্ত মাকড়সার দাপটে ভিটেমাটি ছাড়তে বাধ্য হন। ট্যারান্টুলার কামড়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। সেই বিষাক্ত প্রজাতির দেখা মেলায় এবার আতঙ্কে নদিয়াবাসী।
স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলেও আসেননি বনকর্মীরা। মাকড়সাটিকে রাখা হয়েছে চাকদা কলেজের প্রাণীবিভাগের পরীক্ষাগারে।
ট্যারান্টুলার আতঙ্ক উসকে চাকদার পিকনিক পার্কে হদিশ বিরল প্রজাতির মাকড়সার
ABP Ananda, web desk
Updated at:
07 Jan 2017 11:09 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -