উত্তর ২৪ পরগনা: দুদিন আগেই পদ্মশিবির ছেড়ে পুরানো দল তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তাঁর ছেলে বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়েরও তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে। এবার মুকুল রায় দল ছাড়তেই বিজেপিতে ভাঙন দিল। বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ রতন ঘোষ। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য রতন ঘোষ। ভোটের আগে তিনিও তৃণমূল ছেড়েছিলেন। এখন মুকুল রায় পুরানো দলে ফেরার পর রতন ঘোষ বলেছেন, বিজেপির নীতি-আদর্শের সঙ্গে সামঞ্জস্য পাচ্ছেন না। তৃণমূলেই ফিরতে চাইছেন তিনি। এ ব্যাপারে রতন ঘোষ বলেছেন, তৃণমূলে ফিরতে চাই, দলে বার্তা পাঠিয়েছি।
ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন রতন। এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। মুকুল ঘনিষ্ঠ বাবু মাস্টারও তৃণমূলে ফিরতে চাইছেন।
মুকুল রায় ঘনিষ্ঠ ২ বিজেপি নেতা রতন ঘোষ এবং ফিরোজ কামাল গাজি (বাবু মাস্টার) তৃণমূলে ফিরতে চলেছেন এই জল্পনা ছড়িয়ে পড়ার পরই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পাঁচিলে অসংখ্য পোস্টার পড়েছে। পোস্টারে বলা হয়েছে, রতন ঘোষ এবং বাবু মাস্টার দুর্নীতিগ্রস্ত। তাঁদের তৃণমূলে কোন স্থান নেই ।এই পোস্টার ঘিরেও জল্পনা ছড়িয়েছে। তৃণমূল অবশ্য এ ধরনের পোস্টারে তাদের কোনও হাত থাকার কথা অস্বীকার করেছে।
উল্লেখ্য ভোটের পর অনেকেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করছেন। এ ব্যাপারে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, অনেকেই দলে ফিরতে চাইছেন। কিন্তু এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, ভোটের থেকে যারা পিছন থেকে ছুরি মেরেছে, তাঁদের দলে ফেরানো হবে না।
ফেসবুকে কড়া বার্তা দিলীপ ঘোষের
অন্যদিকে, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফেসবুকের মাধ্যমে দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। যাঁরা দলকে রক্ত-ঘাম দিয়ে দাঁড় করিয়েছে, বিজেপি তাঁদের উপর নির্ভরশীল। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই রাখব না।“