রাস্তা আটকে পুজো, প্রতিবাদ করায় ছাত্রীকে গালিগালাজ, হেনস্থা বাবাকেও
Web Desk, ABP Ananda | 30 Oct 2016 07:14 PM (IST)
হুগলি: দীপাবলিতেও বিরাম নেই অশান্তির। হুগলির উত্তরপাড়ায় প্রতিবাদী ছাত্রী ও তাঁর বাবাকে হেনস্থার অভিযোগ। রাস্তা আটকে তৈরি হয়েছে উত্তরপাড়ার ভদ্রকালী ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ। এখান থেকেই বিবাদের সূত্রপাত। কলকাতার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ফ্ল্যাটের সামনেই তৈরি হয়েছে মণ্ডপ। বন্ধ রাস্তা। নর্দমার ওপর কাঠের পাটাতন দিয়ে কোনও রকমে যাতায়াত। রাস্তা এতটাই সরু হয়ে গিয়েছে যে, সাইকেল পর্যন্ত গলতে পারবে না। শনিবার রাতে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোতে সমস্যায় পড়েন এই ছাত্রী। বাধ্য হয়ে মণ্ডপের ভিতর দিয়ে সাইকেল বের করতে হয়। অভিযোগ, ছাত্রীর পথ আটকায় ক্লাবের কয়েকজন সদস্য। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। রাস্তা আটকে পুজোর প্রতিবাদ করায় ছাত্রীকে ধাক্কা এবং তাঁর সাইকেল নিয়ে টানাটানি করা হয় বলে অভিযোগ। পড়ে গিয়ে চোট পান ছাত্রী। তাঁর বাবাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে ছাত্রীর পরিবার। ঘটনায় কয়েকজন ক্লাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। তদন্ত শুরু করেছে পুলিশ।