কলকাতা: নোট বাতিলে বিভ্রাট মাস পয়লাতেও।‘নোট কাণ্ডের জেরে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে’,রাজ্যের মুখ্যসচিব,ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠকে জানাল আরবিআই। আরও বলা হল, ‘যেমন যেমন টাকা আসবে, তেমনভাবে নোট ছাড়া হবে’।চাহিদা অনুযায়ী নোটের যোগান কম, মানল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে মাস পয়লায় বেতনের টাকা হাতে পাওয়া নিয়ে সংশয়।অসুবিধায় পড়তে পারেন পেনশনভোগীরাও।
নোট-হয়রানি নিয়ে এদিনমুখ্য সচিবের নেতৃত্বে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের রিজিওনাল ডিরেক্টর, অন্য ব্যাঙ্কগুলির শীর্ষ কর্তারা ও রাজ্যের বিভিন্ন দফতরের ৮ জন সচিব। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি সচিব রাঘবেন্দ্র সিংহ। সূত্রের খবর, বৈঠকে মুখ্য সচিব বলেন, টাকার অভাবে চাষের ক্ষতি হচ্ছে। অসুবিধায় পড়ছেন কৃষকরা। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর রাজ্য সরকারি কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন হওয়ার কথা। ফলে ব্যাঙ্কিং পরিষেবা দ্রুত স্বাভাবিক করা হোক। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের তরফে মুখ্য সচিবকে জানানো হয়, চাহিদা অনুযায়ী নোটের যোগান কম। ব্যাঙ্ককর্মীরা ব্যস্ত থাকায় বিভিন্ন গ্রামে এটিএম পরিষেবা স্বাভাবিক করা ও ভ্রাম্যমাণ এটিএম পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নোটের যোগান কম, রাজ্যকে জানাল রিজার্ভ ব্যাঙ্ক, বেতন ও পেনশনের টাকা হাতে পাওয়া নিয়ে সংশয়
ABP Ananda, web desk
Updated at:
23 Nov 2016 02:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -