পশ্চিম মেদিনীপুর:  চাঁদা না দেওয়ায় যুবককে বাঁশ দিয়ে মারধরের অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে রেওয়াত করা হয়নি মাকেও। রাস্তায় ফেলে কিল-চড়-লাথি মারা হয়। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘটনা। দাঁতনের পাঁচরোল গ্রামের এক যুবকের দাবি, গতকাল সন্ধেয় ট্র্যাক্টর নিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকে দাঁড়ায় ১৪ জন যুবক। জগদ্ধাত্রী পুজোর জন্য ২০০ টাকা চাঁদা দাবি করে। অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাঁর উপর চড়াও হয় ওই ১৪ যুবক। বাঁশ দিয়ে রাস্তায় ফেলে পেটানো হয় তাঁকে। বাঁচাতে গেলে তাঁর মা ও ২ প্রতিবেশী যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের এখনও ধরতে পারেনি পুলিশ।