অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: প্রেমে প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। ভোজালি দিয়ে তরুণীকে আক্রমণের অভিযোগ উঠল এক BSF জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, এরপর তরুণীর বাড়িতেই গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবক কেন্দ্রীয় সেনাবাহিনীর জওয়ান। ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার।
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের পাটনা বাজারের মুকুন্দ সাগর এলাকার বাসিন্দা ওই তরুণী। ২০১৮ থেকেই ওই জওয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন তরুণী। অভিযোগ, কয়েকদিন পরই মেয়েটি জানতে পারে যুবক বিবাহিত এবং তাঁর একটি সন্তানও রয়েছে। আর তার পরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় সে। আর তাতেই বিপত্তি। তরুণীর পরিবারের দাবি, আপত্তিকর ছবি পাঠিয়ে তরুণীকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত জওয়ান।
শনিবার বিকেলে হঠাত্ই একটি ব্যারেল ভর্তি পেট্রোল নিয়ে তরুণীর বাড়িতে হাজির হয় অভিযুক্ত। পরনে ছিল জওয়ানের উর্দি। তরুণীর বাড়ির গেটে ঢুকেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে। তরুণী এবং তাঁর বাবা যুবককে আটকানোর চেষ্টা করলে ছুরি নিয়ে মারতে উদ্ধত হয় জওয়ান। এই ঘটনার পর কোতওয়ালী থানার দ্বারস্থ হয়েছে তরুণী পরিবার।
অভিযুক্তকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জওয়ানের অভিযোগ, ওই তরুণীই টাকার জন্য তাঁকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করত। জওয়ানের আরও অভিযোগ, শনিবার ওই বাড়িতে গেলে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করে তরুণীর এবং তার বাড়ির লোকেরা। তবে কারও অভিযোগই এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার বেপরোয়া গতির প্রতিবাদ করায় খড়্গপুরে প্রতিবাদীকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিমপুরার ক্ষুদিরাম পল্লি এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, গতকাল রাতে ওই প্রতিবেশী পাড়ার রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালানোয় প্রতিবাদ করেন বছর ছাব্বিশের যুবক।
অভিযোগ, এ নিয়ে বচসার জেরে যুবককে বেধড়ক মারধর করেন ওই প্রতিবেশী। সংজ্ঞাহীন অবস্থায় আক্রান্তকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। রাতে ঘটনাস্থলে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী। এই প্রথম নয়। এর আগে, গত পরশু প্রতিবাদীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে মালদার বৈষ্ণবঘাটায়।