এবার উত্তরপাড়ায় সভায় যাওয়ার পথে কানহাইয়ার গাড়ি আটকানোর চেষ্টা গেরুয়া ব্রিগেডের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2017 04:44 PM (IST)
NEXT
PREV
হুগলি: ২৪ ঘণ্টার ব্যবধানে ফের গেরুয়া ব্রিগেডের বিক্ষোভের মুখে এআইএসএফ নেতা কানহাইয়া কুমার। আজ সকালে উত্তরপাড়ায় একটি সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপি সমর্থকরা তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেন। গাড়িতে হামলা চালাতে গেলে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে উত্তরপাড়ার সভায় যোগ দিতে চলে যান তিনি। এর আগে শ্যামবাজার এবং ডানলপে সভা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানাইয়া কুমার। গতকালই হাওড়ার শিবপুরে সিপিআই-এর সভায় যাওয়ার পথে কানহাইয়াকে বিজেপি কর্মীরা কালো পতাকা দেখিয়েছিলেন। পরে যাদবপুরে কানহাইয়া কুমারের সভা ঘিরে তুমুল বিশৃঙ্খলা হয়।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -