অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: হাওড়ার সাঁতরাগাছি স্টেশনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হল নতুন ফুট ওভার ব্রিজ। ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন রেলমন্ত্রী। এদিন উদ্বোধন করা হয় সাঁকরাইলের ফ্রেট টার্মিনালেরও।
সাঁতরাগাছি স্টেশনে সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গিয়েছে ২ বছর ৪ মাস। ২০১৮ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় একসঙ্গে ৩টি ট্রেন আসার ঘোষণায় দুর্ঘটনা ঘটে যায় সাঁতরাগাছি স্টেশনে। যাত্রীদের হুড়োহুড়িতে সংকীর্ণ ফুটওভার ব্রিজে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়। শিশু ও মহিলা সহ আহত হন ১২জন।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনার আগে থেকেই পাশে নতুন ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হল এদিন। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার চালু হল নতুন ফুটওভার ব্রিজ। নতুন এফওবি-র পাশাপাশি খোলা থাকবে পুরনোটিও।
বিধানসভা ভোটের মুখে এদিন রাজ্যের একগুচ্ছ রেল প্রকল্পে উদ্বোধন করেন রেলমন্ত্রী। তারই মধ্যে উল্লেখযোগ্য সাঁতরাগাছি স্টেশনের নতুন ফুট ওভার ব্রিজ। ভার্চুয়াল মাধ্যমে এদিন উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। উদ্বোধন করা হয় সাঁকরাইলের ফ্রেট টার্মিনালেরও। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, সাঁতরাগাছি ফুট ওভার ব্রিজটি চওড়ায় ১২ ফুট। যা রাজ্যের মধ্যে সব থেকে চওড়া এফওবি।
অন্যদিকে, বিধানসভা ভোটের আগে সোমবার কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের একটি অনুষ্ঠানে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সেখান থেকেই নোয়াপাড়া- দক্ষিণেশ্বরে মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে পারেন মোদি।