দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে শাসনের নামে স্কুলে প্রথম শ্রেণির ছাত্রকে মারধর। অভিযোগ করতে গিয়ে স্কুলে হেনস্থার শিকার মা-ও। থানায় অভিযোগ দায়ের। পাল্টা ছাত্রের মায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
প্রথম শ্রেণির ছাত্রের মায়ের অভিযোগ,  কয়েক দিন আগে ক্লাসে আঁকার খাতা না আনায়, তাঁর ছেলেকে বেধড়ক মারধর করেন স্কুল শিক্ষিকা! এরপর স্কুলে অভিযোগ জানাতে গেলে, ছাত্রের মা-কেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। শিক্ষিকারা তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নেন বলে দাবি পড়ুয়ার মায়ের!
যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, এসব মিথ্যে অভিযোগ। শিক্ষিকাদেরই হেনস্থা করেছেন ছাত্রের মা। স্কুলের বিরুদ্ধে ওই ছাত্রের পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পাল্টা হেনস্থার অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষও।
কর্পোরাল পানিশমেন্ট রুখতে আইন আছে, কড়া শাস্তির বিধানও আছে! কিন্তু তাতেও কেন বন্ধ হচ্ছে না এমন ঘটনা?
কয়েকদিন আগে নদিয়ায়, অঙ্ক ভুল করায় ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রানাঘাটের স্কুলেও দশম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয় প্রধান শিক্ষককে। এবার বারুইপুর।