আসানসোল: জামুড়িয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে কাঁকড়াবিছে! খিচুড়ি খেয়ে অসুস্থ ২ শিশু। অভিযোগ, সেই খিচুড়ি খেয়ে দুই শিশু অসুস্থও হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের তালতোড় এলাকায়। অভিভাবকদের দাবি, কাঁকড়া বিছে না হলেও, খিচুড়ির মধ্যে প্রায়শই কিছু না কিছু অস্বাস্থ্যকর জিনিস পাওয়া যায়। অসুস্থ এক শিশুর মায়ের দাবি, প্লাস্টিক, সুতো, চুল বেরোয়। বড় কিছু হতে পারত। আরেক অসুস্থ শিশুর মা বলেন, আমরা বাচ্চাকে পাঠাব না। কিছু হলে কে দায়িত্ব নেবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূমিকা নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মী সুতপা দে পাল্টা বলেন, আমরা রান্না করেছি। বুঝতে পারিনি। জেনেশুনে করিনি। তৃণমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের দাবি, খাবারের কাছাকাছি কাঠ-কয়লা থাকার ফলে এমনটা হতে পারে। তাঁর আরও দাবি, এই সমস্যার কথা তিনি একাধিকবার পঞ্চায়েত প্রধানকেও জানিয়েছেন। কিন্তু, কোনও লাভ হয়নি। মদনতোড় গ্রাম পঞ্চায়েত সদস্য ঝর্না মাঝির দাবি, প্রতিদিন পরীক্ষা করি। কাল ছিলাম না। আমি বারবার বলেছি, প্রধানকে বলেছি, লাভ হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন জামুড়িয়া শিশুবিকাশ কেন্দ্রের প্রকল্প আধিকারিক। জামুড়িয়া শিশুবিকাশ কেন্দ্রের প্রকল্প আধিকারিক সনৎ বাগ বলেন, তদন্ত করে দেখছি। কর্মীর দোষ থালে ব্যবস্থা। অভিভাবকদের প্রশ্ন, তদন্ত না হয় হল! কিন্তু, ভবিষ্যতে যে এমনটা আর ঘটবে না, তার কোনও নিশ্চয়তা আছে কি?