হাওড়া:  হাওড়ার ডেপুটি মেয়রের সঙ্গে বচসা থেকে ভোটারকে ধাক্কা দেওয়ার অভিযোগ। হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের আচরণ ঘিরে বিতর্ক। থানায় অভিযোগ দায়ের। নজরদারির নির্দেশ নির্বাচন কমিশনের।

কখনও ভোটারকে ধাক্কা দেওয়ার অভিযোগ....

কখনও হাওড়ার ডেপুটি-মেয়রের সঙ্গে বচসা...

কখনও ছাপ্পা ভোটের অভিযোগে মেজাজ হারানো...

সোমবার দিনভর এভাবেই বারবার বিতর্কে জড়ালেন হাওড়া উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলে বারবার প্রশ্ন উঠল তাঁর আচরণ ঘিরে, তাঁর মেজাজ নিয়ে। তৃতীয় দফার ভোটে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে যেভাবে সমালোচিত হয়েছিলেন ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, এদিন কার্যত সেই একই ভূমিকায় দেখা গেল রূপাকে।

 

পঞ্চম দফার ভোটে এভাবেই বুথে বুথে গিয়ে হইচই বাঁধালেন হাওড়া উত্তরের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। সংবাদমাধ্যমে এই সব ছবি দেখে, জেলা প্রশাসনকে বিজেপি প্রার্থীর ওপর নজরদারি চালানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

 

স্থানীয় ভোটার সোমা দাসের অভিযোগ, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তাঁকে ধাক্কা মারেন। প্রতিবাদ করলে দুর্ব্যবহার করেন রূপা।

এই ঘটনায় হাওড়ার মালিপাঁচঘড়া থানায় বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

 

পাল্টা সাফাই দিয়েছেন বিজেপি প্রার্থী, তাঁর দাবি আমি কী এতই শক্তি মান?

 

ঘটনার জেরে রূপাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। পাল্টা গলা চড়ান বিজেপি প্রার্থী। শেষমেষ পর্যবেক্ষক ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়।

 

সালকিয়ার বামুনগাছি সেন্ট্রাল স্কুলের বুথেও এক ছবি। এখানে নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের ভূমিকায় ছিলেন হাওড়া পুরসভার ডেপুটি মেয়র মিনতি অধিকারী। যা নিয়ে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রূপা।

 

সালকিয়ার শ্রী অরবিন্দ হাইস্কুলেও ছাপ্পা ভোটের অভিযোগে ধুন্ধুমার বাঁধিয়ে দেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়।

কিন্তু, একজন প্রার্থীর কাছ থেকে এ ধরণের আচরণ কি কাম্য? বারবার বিতর্কে জড়িয়ে কি বাজে নজির তৈরি করলেন না তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলে।

 

এদিন কামারহাটির ওয়াটারবক্স এলাকায় লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নির্দল প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে। বচসায় জড়িয়ে পড়েন দু’জন।

 

সুনীত হালদার ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ