শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে সাড়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের। পলাতক অভিযুক্তের বাড়ি ভাঙচুর স্থানীয় বাসিন্দাদের
প্রায় রোজই পাশের বাড়িতে বন্ধুর সঙ্গে খেলতে যেত সাড়ে চার বছরের শিশুটি। বন্ধুর বাবার ওপর দেখভালের দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকতেন মা-বাবা। কিন্তু, মঙ্গলবার সেই ব্যক্তির বিরুদ্ধেই শিশুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল।
সাড়ে চার বছরের শিশুর ওপর যৌন নির্যাতনে অভিযুক্ত ৪২ বছর বয়সী প্রতিবেশী।
ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায়। নির্যাতিত শিশুর পরিবারের দাবি,রোজকার মতো মঙ্গলবার দুপুরে পাশের বাড়িতে খেলতে যায় মেয়ে। কিছুক্ষণ পর সে কাঁদতে কাঁদতে ফিরে আসে।
মা জিজ্ঞেস করলে জানায়, প্রতিবেশী নিখিল সূত্রধর তার ওপর অত্যাচার চালিয়েছে।
একথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত নিখিল ততক্ষণে চম্পট দিয়েছেন। তাঁর বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা।
শান্তিপুর থানায় নিখিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সাড়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত খেলার সাথীর বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2018 03:22 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -