পূর্ব মেদিনীপুর: লরির ধাক্কায় আহত বৃদ্ধকে দেখে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী গাড়ি থামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন।সোমবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের উত্তর কাশিমনগরের বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সকালে গরু নিয়ে ৪১ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ শক্তিপদ কামিলা।


সেসময় একটি লরি তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন বৃদ্ধ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঠিক সেসময়ই ওই রাস্তা দিয়ে কাঁথি থেকে হলদিয়া যাচ্ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পথের ধারে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তিনি গাড়ি থামিয়ে, নেমে আসেন।

নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, বৃদ্ধকে তাঁদের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে।

সেই মতো তখনই ওই বৃদ্ধকে গাড়িতে করে নিয়ে গিয়ে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবহণমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি।

মন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুল্যান্স আটকে থাকার ঘটনা এদেশে বিরল নয়। অনেকে বলছেন, তার মধ্যে শুভেন্দু অধিকারীর মানবিক উদ্যোগ নিঃসন্দেহে উজ্জ্বল ব্যতিক্রম।