বার্নপুর: অস্থায়ী দোকান ভেঙে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে রণক্ষেত্র আসানসোলের বার্নপুর। গতকাল রাতে বার্নপুর বাজার এলাকায় ইস্কোর জমি দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলি ভেঙে দেয় ইস্কো কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আজ সকালে ত্রিবেণী মোড় থেকে স্টেশন রোড এবং বার্নপুর বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। ঘণ্টা তিনেক অবরুদ্ধ হয়ে পড়ে বার্নপুর। পরে পুলিশ-প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।
ইস্কো সূত্রে খবর, বেশ কিছুদিন আগে তাদের জমি থেকে উঠে যাওয়ার জন্য ব্যবসায়ীদের নোটিস দেওয়া হয়। পরে মাইকিং করেও জানানো হয়। তাতে কাজ না হওয়ায় গতকাল ভেঙে দেওয়া হয় দোকানগুলি।
অস্থায়ী দোকান ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র বার্নপুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2016 04:29 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -