দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার কঙ্কাল। চাঞ্চল্য এলাকায়। গ্রেফতার তিন। পুলিশের অনুমান, কঙ্কালটি এক মহিলার, সুদের টাকা আদায় করা নিয়ে বিবাদের জেরে খুন করা হয়েছে তাঁকে।
সেপটিক ট্যাঙ্ক থেকে নোংরা তুলতে গিয়েই চক্ষু চড়ক গাছ! নোংরার সঙ্গে উঠে এসেছে মানুষের হাড়গোড়। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সাতুলিয়া।
স্থানীয় সূত্রে খবর, রবিবার জাকির হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় কঙ্কাল উঠে এলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় কাশীপুর থানায়। ছুটে আসে পুলিশ।
পুলিশের অনুমান কঙ্কালটি কোনও মহিলার। পুলিশ জানতে পেরেছে, বাগুইআটির বাসিন্দা ভারতী ঘোষ সুদের কারবার করতেন। কাশীপুর এলাকার বাসিন্দা আব্দুল ওয়াহিদ মোল্লা বছর ৫৫-র ওই মহিলার কাছ থেকে ৪ লক্ষ টাকা ধার নেন। কিন্তু শোধ না করায় বিবাদ শুরু হয়। পুলিশের দাবি, অভিযুক্ত আব্দুল ওয়াহিদ মোল্লার দুই স্ত্রী ও এক ছেলে স্বীকার করেছে, বিবাদের জেরেই খুন করা হয় ভারতীকে। কঙ্কালটি তারই। তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। পলাতক, আব্দুল ওয়াহিদ মোল্লা।
ভাঙড়ে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার কঙ্কাল, গ্রেফতার ৩
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2016 11:19 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -