হাওড়া: ঠিকাদার সংস্থার কর্মী বিক্ষোভ, কর্মবিরতিতে উত্তপ্ত হাওড়া স্টেশন। বিঘ্নিত ট্রেন চলাচল।
রবিবার সকাল ১০.৫৫-য় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল হাওড়া-যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের। হাওড়া থেকে যথারীতি যাত্রীদের জন্য খাবার তোলেন আইআরসিটিসি নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে চেন টেনে নেমে যান তাঁরা। শুরু হয় বিক্ষোভ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আইআরসিটিসি নতুন যে ঠিকাদার সংস্থাকে ক্যাটারিং-এর বরাত দিয়েছে, তারা পুরনো কর্মীদের আগের মতো বেতন ও সুবিধা দিতে চাইছে না।
কোনও রকম বিজ্ঞপ্তি ছাড়াই এরকম কর্মবিরতিতে ক্ষুব্ধ আইআরসিটিসি। সংস্থার পূর্বাঞ্চলীয় প্রধান দেবাশিস চন্দ জানিয়েছেন, এমন ঘটনা বাঞ্ছনীয় নয়। যাত্রীদের ভুগিয়ে রেলের ওপর চাপ সৃষ্টি করার এই চেষ্টা বরদাস্ত করা হবে না। কর্মী বিক্ষোভের জেরে প্রায় ৪৫ মিনিট দেরিতে হাওড়া থেকে ছাড়ে দুরন্ত এক্সপ্রেস। একইরকম সমস্যায় পড়ে পড়ে যশোবন্তপুর-হাওড়া দুরন্ত ও হাওড়া-দিঘা দুরন্ত এক্সপ্রেসও। হয়রানির শিকার হন যাত্রীরা।