বহরমপুর: ভোটের মুখে বহরমপুর শহরে উদ্ধার হল সকেট বোমা। আজ সকালে বহরমপুরের পঞ্চাননতলা এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে একটি পরিত্যক্ত জায়গায় সকেট বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় বহরমপুর থানা। পুলিশ ও সিআইডির বম্ব ডিপোজাল স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে।