এবার হাওড়ায় নেশার টাকা না দেওয়ায় ছেলের হাতে ‘খুন’ মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Feb 2018 08:45 PM (IST)
হাওড়া:বাসন্তী ছায়া এবার হাওড়া ময়দানে। নেশা করতে নিষেধ করায়, বাসন্তী থানার মনসাখালি গ্রামে বাবাকে খুনের অভিযোগ উঠেছিল ছেলের বিরুদ্ধে। একই কারণে মা-কে খুনের অভিযোগে হাওড়ায়। ঘটনাস্থল হাওড়া ময়দানের কাছে ঘাটমাঝি লেন। শুক্রবার সকালে উদ্ধার হয় ৫৮ বছরের শোভা ভৌমিকের রক্তাক্ত মৃতদেহ। মাথার পিছনে আঘাতের গভীর ক্ষত। প্রৌঢ়া মা-কে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে অভিজিৎকে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বছর ৩০-এর অভিজিৎ কোনও কাজ করত না। সব সময় নেশা করে থাকত। ছোট দোকান চালিয়ে সংসার টানতেন মা। প্রতিবেশীদের দাবি, নেশার টাকা দিতে না চাওয়ায়, ছেলের সঙ্গে প্রায়ই অশান্তি হত প্রৌঢ়ার। তার নামে দোকান লিখে দেওয়ার জন্যও ছেলে মাকে চাপ দিচ্ছিল বলে অভিযোগ। পুলিশেরও অনুমান, নেশার টাকা না পেয়েই বৃহস্পতিবার রাতে মা-কে খুন করেছে ছেলে। গত মাসে একই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ছেলেকে মদ্যপান করতে নিষেধ করেছিলেন বলে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। এবার নেশার টাকা দিতে না চাওয়ায় মা-কে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, এর আগেও মাদক মামলায় জেলে গিয়েছিল ধৃত অভিজিত্।