মধ্যমগ্রাম: শ্বশুরকে খুন করে আত্মঘাতী জামাই। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের শ্রীনগরে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। গতকাল রাত আড়াইটে নাগাদ বাইকে চড়ে শ্রীনগর ২ নম্বর গেটে শ্বশুরবাড়িতে আসে সুমিত বর্মণ নামে এক যুবক। ধারাল অস্ত্র দিয়ে সে শ্বশুর অনুপম দাসকে কুপিয়ে খুন করে। বাধা দিতে গিয়ে জখম হন যুবকের স্ত্রী ভাগ্যশ্রী দাস। অভিযোগ পেয়ে কলকাতার তিলজলা থানার সিএল রায় রোডে সুমিতের বাড়িতে হানা দেয় মধ্যমগ্রাম থানার পুলিশ। দরজা ভেঙে উদ্ধার হয় সুমিতের ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, ৬ বছর ধরে সুমিতের সঙ্গে সম্পর্ক ছিল ভাগ্যশ্রীর। একবছর আগে তাঁরা বিয়ে করেন। কিন্তু স্ত্রীকে সন্দেহ করা নিয়ে অশান্তির জেরে তিনমাস আগে বাবার কাছে ফিরে এসেছিলেন ভাগ্যশ্রী।