ডায়মন্ডহারবার: দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন।
কিন্তু, সেই ছেলেরই হাত কাঁপল না মা-কে পৃথিবী থেকে সরিয়ে দিতে! মাদকাসক্তির জেরে মা-কে খুনের অভিযোগ উঠল একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে।
পুলিশ সূত্রে খবর, একাদশ শ্রেণির ওই ছাত্র মাদকাসক্ত। নেশা করার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইত। না দিলেই ঝগড়া। বৃহস্পতিবারও ঠিক এমনটাই ঘটেছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, এরপরই বন্ধুকে নিয়ে মাকে খুনের ছক কষে এই স্কুল পড়ুয়া। অভিযোগ, প্রথমে মাকে জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় ছেলে। কিছুক্ষণের মধ্যেই আছন্ন হয়ে পড়েন মা। এরপর বন্ধুর সঙ্গে মিলে গলায় দড়ির ফাঁস দিয়ে, ঘুমন্ত অবস্থায় মাকে খুন করে ছেলে। এরপর বস্তায় ভরে দেহ ফেলে দিয়ে আসে বাড়ির বাইরে।
পুলিশ সূত্রে খবর, জেরার মুখে মাকে খুনের কথা স্বীকার করেছে ছেলে। কিন্তু, ছেলেই যে মায়ের খুনি, তা জানা গেল কীভাবে? পুলিশ সূত্রে খবর, যে বস্তায় মহিলার দেহ ভরা হয়েছিল, সেই একই বস্তা মেলে বাড়িতে। এরপর ছেলে ও তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়ে তারা। ২ নাবালককেই গ্রেফতার করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ।
কিন্তু, নেশার জন্য গর্ভধাত্রীকে খুন? কেন এই অসহিষ্ণুতা? একজন ছেলে কী করে এতটা নিষ্ঠুর হতে পারে? যার হাত ধরে পৃথিবীর আলো দেখা, তাঁকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া? কোথায় হারাল জন্মান্তরের বাঁধন? উঠছে হাজারও প্রশ্ন।
নেশার জন্য মাকে খুন! গ্রেফতার ছেলে সহ ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 09:19 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -