কলকাতা: বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলের তৃণমূলে ফেরার জল্পনা খারিজ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন,সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগী বিরোধী আইন প্রয়োগের জন্য আমরা লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছি। তাই এখন উনি যাই-ই বলুন না কেন তার কোনও আইনগত মূল্য নেই। 
তৃণমূলের প্রতীকে বর্ধমান পূর্বের সাংসদ হয়ে  বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার ভোটের পর  গতকাল সেই বিজেপির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। তিনি বলেছেন, বিজেপি আসলে যারা তৃণমূল থেকে গেছে, তাদের মানিয়ে নিতে পারছে না। বিজেপি মনে করছে এদের বিশ্বাস করা ঠিক হচ্ছে না। তথাগত রায় অন্যায় বলেছেন। দিলীপ ঘোষও তা বলেছেন।
সম্প্রতি বাংলার ভোটে বিজেপির ভরাডুবির জন্য, প্রচারে হিন্দিভাষী নেতাদের দাপটকে দায়ী করেছিলেন তৃণমূল ছেড়ে যাওয়া সব্যসাচী দত্ত। এবার সেই একই সুর শোনা গিয়েছে তৃণমূল-ত্যাগী সাংসদ সুনীল মণ্ডলের গলাতেও। তিনি বলেছেন, বাইরে থেকে প্রবাসী যারা এসেছিল, তাদের ভাষাগত সমস্যা ছিল। বাইরের রাজ্য থেকে দু-চারদিন এসে তারা বাংলার মন জয় করবে? আমি নেতৃত্বে থাকলে এই কথাগুলো বলতাম। খালি জনসভা করলে হবে না। মানুষের কথা বলতে হবে।
বিজেপির প্রচারে ধর্মীয় মেরুকরণ নিয়েও তিনি তাঁর আপত্তির কথা জানিয়েছেন। শুধু বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরেই থামেননি তৃণমূল-ত্যাগী সাংসদ। উস্কে দিয়েছেন তৃণমূলে ফেরার জল্পনাও। তিনি বলেছেন, এ ধরনের প্রস্তাব পেলে তিনি ভাববেন। তাঁর এই বক্তব্যকে গতকালই উড়িয়ে দিয়েছিলেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ। তিনি বলেছেন,  "সুনীল মণ্ডলের কোনও রাজনৈতিক মান নেই। ধান্দাবাজ লোক সব। ধান্দার জন্য যায়। যা ভেবেছিল তা হয়নি, তাই ফেরার জন্য আকপাক করছে। সুনীল মণ্ডলের কোনও দাম নেই। দলত্যাগ বিরোধী আইনের জন্য চিঠি দেওয়া হয়েছে, তাই এখন কান্নাকাটি করছে।"

  
একইসঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে সুনীল মণ্ডল বলেছিলেন, "শুভেন্দু সম্বন্ধে আমি একটা কথাও বলব না। শুভেন্দু যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার এক অক্ষরও মানেনি।" 
২০১৯-এ তৃণমূলের টিকিটে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন সুনীল মণ্ডল। সেই সাংসদ পদ না ছেড়েই তিনি বিজেপিতে যোগ দেন। এই প্রেক্ষাপটে এখন সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের দাবিতে তৎপর হয়েছে তৃণমূল। এর মধ্যে বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ ঘিরে জল্পনা তৈরি হচ্ছে, তাহলে কি তৃণমূলে ফেরার সম্ভাব্য তালিকায় আরও একটি নাম যুক্ত হতে চলেছে? যদিও সৌগত রায় সেই জল্পনা খারিজ করে দিয়েছেন। 
সৌগত রায় বলেছেন, "সুনীল মণ্ডলের মাথার কোনও ঠিক নেই। উনি যখন তৃণমূল  ছাড়লেন তখন তৃণমূল ছাড়ার কোনও বিষয় ছিল না। উনি পাঁচ বছরের জন্য তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন। দু'বছর হতে না হতে হঠাৎ করে বিনা কারণে বিজেপিতে  চলে গেলেন। আমরা ওকে বলেছিলাম। শুনতে রাজিই ছিলেন না। ওর বিরুদ্ধে আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষের উচিত সেটা বিচার করে ওকে বার করে দেওয়া। ওঁর এখন অন্য়রকম কথা বলার কোনও আইনগত মূল্য নেই। ওঁ দল ছেড়েছে এটা রেকর্ডেড। ওঁকে উত্তর দিতে হবে কেন দল ছেড়েছেন।"