রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: শহরের বুকে অ্যাপ নির্ভর ক্যাবের মধ্যে যাত্রীকে মারধর করে ছিনতাই-এর অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। পুলিশ সূত্রে খবর, অ্যাপ ক্যাবের চালক ও তার দুই সঙ্গীর খোঁজে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায়।
দ্রুত গতিতে ছুটছে অ্যাপ ক্যাব। ক্যাবের মধ্যে চলছে বেধড়ক মারধর। ফাঁকা জায়গা দেখে চলন্ত ক্যাব থেকে যাত্রীকে ঠেলে ফেলে দিয়ে চম্পট। সবমিলিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। গড়ফার বাসিন্দা অনির্বাণ সেনগুপ্ত নামে ওই যুবকের দাবি, অ্যাপ নির্ভর ক্যাবে উঠে শহরের বুকে এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। অ্যাপ ক্যাবের চালক ও তার দুই সঙ্গী মিলে ওই যাত্রীকে মারধর করে ছিনিয়ে নিয়েছেন মানিব্যাগ, গুরুত্বপূর্ণ নথিপত্র, ATM কার্ড, মোবাইল ফোন।
যুবকের দাবি, শনিবার বিকেল ৫ টা নাগাদ বান্ধবীকে নিয়ে রুবি থেকে হাওড়ার মন্দিরতলা যাওয়ার জন্য উবের বুক করেন তিনি। মন্দিরতলায় বান্ধবীকে ছেড়ে সেই উবেরেই নিজের বাড়ির দিকে রওনা হন। কিন্তু বাড়ি ফেরার পথে রাস্তা থেকে আরও দু জন যাত্রীকে ক্যাবে তোলেন চালক। ঘটনা মোড় নেয় এর পরেই।
আক্রান্ত অনির্বাণ সেনগুপ্ত আরও জানিয়েছে 'এক দিকের বুকিং ছিল। নামার পর চালক বলে আমি ওদিকেই যাব। রাস্তায় ২ জনকে তোলেন তিনি। অভিযোগ, মাঝ রাস্তায় ওই দু’জনকে নিয়ে আসল মূর্তি ধারণ করেন উবের চালক। গাড়ির মধ্যে মারধর ও ছিনতাই করে একটি ফাঁকা জায়গায় ফেলে দেওয়া হয় তাঁকে।
ঘটনার বর্ণনা দিয়ে অনির্বাণ সেনগুপ্ত বলেন 'গড়ফার দিকে না গিয়ে বাসন্তী হাইওয়ের দিকে নিয়ে যায়। ছিনতাই করে ফেলে দেয় আমায়। আনন্দপুর থানায় যাই। সেখান থেকে নরেন্দ্রপুর।'
কিছুক্ষণ পর পথচলতি এক ব্যক্তির মোবাইল ফোন থেকে বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করেন যুবককে। রবিবার নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক। পুলিশ সূত্রে খবর, অ্যাপ ক্যাবের চালক ও তার দুই সঙ্গীর খোঁজে তদন্ত শুরু করা হয়েছে।