বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রেশন দোকানে বিক্ষোভ। স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে কুপন বিলিতে স্বজনপোষণের অভিযোগ। অস্বীকার শাসক নেতার। কটাক্ষ বিজেপির।


লকডাউনের জেরে অসংখ্য মানুষের চাকরি গিয়েছে। ভিনরাজ্য থেকে কাজ হারিয়ে বাংলায় ফিরেছেন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। এই অবস্থায় পেট চালাতে বড় ভরসা সরকারের দেওয়া রেশন। এ নিয়ে কোনও রাজনৈতিক রঙ দেখা যাবে না বলে বারবার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী! এরপরও কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টোছবি!

এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে উঠল রেশনের কুপনবিলিতে স্বজনপোষণের অভিযোগ। বিক্ষোভের মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চোরা ডাকাতিয়া গ্রাম। এলাকাবাসীর অভিযোগ, পরিযায়ী শ্রমিক ও গ্রামবাসীদের একাংশ রেশন পাচ্ছেন না। রেশনের কুপন বিলিতে স্বজনপোষণ করছেন ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সদস্যা অরুণিমা মণ্ডলের স্বামী তথা তৃণমূল নেতা বাসুদেব মণ্ডল। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নায়েক বলেছেন, স্বজনপোষণের জন্য বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

যদিও স্বজনপোষণের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। বাসন্তীর বিডিও বলছেন, “ঘটনার কথা শুনেছি। যাঁরা ফর্ম জমা দিয়েছিলেন তাঁদের রেশন দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ বাদ থাকেন বা রেশন না পেয়ে থাকেন তবে সেই বিষয়টি দেখা হবে।”

এর আগেও রেশনের কুপন বিলি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ের ত্রাণবিলি, শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। অনেক জায়গায় চাপের মুখে ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের টাকাও ফেরত দিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে রবিবার ফের একই অভিযোগ ওঠায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বাসন্তীতে এদিন বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ ওঠে।