মুখ্যমন্ত্রী লিখেছেন, শাহরুখকে যে নিগ্রহের মুখে পড়তে হয়েছে, তা জেনে আমি স্তম্ভিত।
উল্লেখ্য, শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। খুব শীঘ্রই তাঁকে পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের বিপণন সংক্রান্ত প্রচারে তাঁকে দেখা যাবে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটক করা হয় শাহরুখকে। দুঘন্টা পরে তাঁকে ইমগ্রেশন ছাড়পত্র দেওয়া হয়।এই নিয়ে তিনবার মার্কিন বিমানবন্দরে আটক হতে হল শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় এ জন্য বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃ্ত্তি না হয়, তা নিশ্চিত করতে আমেরিকা উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।