মহার্ঘ ভাতায় ফারাক আরও বাড়ল,বঞ্চনার অভিযোগে সরব রাজ্য কর্মীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Oct 2016 07:13 PM (IST)
কলকাতা: হতাশা ছিলই। এবার তা আকাশ ছুঁল। কেন্দ্র ২ শতাংশ হারে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ানোয় অঙ্কের হিসেবে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের ফারাক বেড়ে হল ৫২ শতাংশ। যদিও বিরোধী কর্মচারী সংগঠনগুলির দাবি, সপ্তম বেতন কমিশনের সুপারিশ লাগুর পর যে হারে কেন্দ্র সরকারের কর্মচারীদের বেতন বেড়েছে, সেই বর্ধিত বেতনের দিক থেকে বিচার করলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশ। পাশাপাশি, রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধির আর্জিতে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আরও পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আন্দোলনে নামার ডাক দিয়েছে বামপন্থী কর্মচারী সংগঠন। যদিও সরকারের ওপর আস্থা রাখছে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। বেতন হোক বা মহার্ঘ ভাতা -- রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে ফারাক মেটার কোনও সম্ভাবনাই দেখছেন না রাজ্যের কর্মচারীরা। কারণ, একদিকে যেমন ক্রমশ বেড়ে চলেছে কেন্দ্র-রাজ্য ডিএ-র ফারাক, অন্যদিকে পিছোল রাজ্যের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধির সম্ভাবনা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব বিরোধী কর্মী সংগঠনগুলি।