কলকাতা: আবহাওয়ার ঘন ঘন মর্জি বদল। এর আগে শীতের খামখেয়াল ভালই টের পেয়েছেন রাজ্যবাসী। এবার পালা বৃষ্টির। কিছুদিন আগেই বৃষ্টি হল। আবার বৃষ্টির ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম ও মঙ্গলবার কলকাতা সহ গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সপ্তাহের মাঝে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি ও শুক্রবার ফের বৃষ্টি হতে পারে।
মার্চের শুরুতে এই বৃষ্টির কারণ? পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।
তবে রবিবার কলকাতার আকাশ ছিল মেঘমুক্ত, ঝলমলে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম।