পরীক্ষায় ৫০-এর মধ্যে ২০, রানাঘাটে শিক্ষকের মারধর, আহত ছাত্র, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2018 11:27 AM (IST)
নদিয়া: গৃহশিক্ষকের মারে গুরুতর আহত দশম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানা এলাকার দক্ষিণপাড়ায়। রবিবার বিজ্ঞানের শিক্ষক সৌভ্রাত্র ঘোষের বাড়িতে পড়তে যায় ওই ছাত্র। সাপ্তাহিক পরীক্ষায় ৫০-এর মধ্যে ২০ পাওয়ায়, ওই শিক্ষক তাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মাথায় ও হাতে চোট পাওয়ায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে এখন ওই ছাত্র। গতকাল রানাঘাট থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত শিক্ষকের দাবি, ছাত্রটি কথা না শোনায় এবং পড়াশোনায় অমনোযোগী হওয়ায় তিনি শাসন করেন।