সোনারপুর: জীবনের থেকেও কি দামি বাইক? দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনায় এই প্রশ্নই উঠে গেল। বাইক না পেয়ে আত্মঘাতীহল এক স্কুলছাত্র! মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল সোনারপুর।

মৃত ছাত্রের নাম সোনু হলদার। সে নবম শ্রেণির ছাত্র ছিল। হতদরিদ্র পরিবার। সংসারে নিত্য অভাব। বাবা প্রহ্লাদ হালদার ভ্যান চালান। মা প্রতিমা হালদার পরিচারিকার কাজ করেন। পরিবারের দাবি, কয়েকদিন আগে বাবার কাছে বাইক কেনার আব্দার করে ছেলে। এই মুহূর্তে বাইক কিনে দেওয়ার ক্ষমতা না থাকায়, টাকা জোগাড়ের জন্য কয়েকদিন সময় চেয়েছিলেন বাবা।

পরিবারের দাবি, এরপর হতাশ হয়ে পড়ে সোনু। শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফিরে তার মা-বাবা দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনও সাড়া মিলছে না। এরপর দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। কিন্তু ততক্ষণে সব শেষ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ।

কয়েকদিন আগে একই ঘটনা ঘটে, পূর্ব মেদিনীপুরের মারিশদায়। বাবার কাছে বাইক কেনার টাকা না পেয়ে আত্মঘাতী হন যুবক। এবার তালিকায় জুড়ল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘটনা।