রসপুঞ্জে সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে, তারমধ্যে পড়ে মৃত্যু ৩ শ্রমিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Feb 2018 02:07 PM (IST)
রসপুঞ্জ: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে তিনজনের মৃত্যু। বছর আটেক আগে বাড়িতে সেপটিক ট্যাঙ্ক তৈরি করেছিলেন বিষ্ণুপুরের রসপুঞ্জের বাসিন্দা মনোরঞ্জন নস্কর। ক’দিন আগে ট্যাঙ্কটি পরিস্কারের পরিকল্পনা করেন তিনি। সেইমতো সোমবার সকালে তিন শ্রমিক কাজে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওপর থেকে কাজ করার সময় আচমকাই একজন পা পিছলে সেপটিক ট্যাঙ্কের ভিতরে পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে নীচে পড়ে যান আরও একজন! তৃতীয় জন দড়ি ফেলে ২ সহযোগীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন! কিন্তু তিনিও ২৫ ফুট গভীর সেপটিক ট্যাঙ্কে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিষ্ণুপুর থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, মৃত তিন শ্রমিকই দক্ষিণ ২৪ পরগনার উস্তির বাসিন্দা।