পূর্ব মেদিনীপুর: আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দেবেন ভাই সৌমেন্দু অধিকারী। বছরের প্রথম দিন সোনাচূড়ার সভায় এই বড় ঘোষণা করলেন তৃণমূল ছেড়ে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া এই নেতা।


এদিন নিজের গড়ে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী। এর মধ্যে প্রথমটি নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রতিরোধ সভা করেলেন প্রাক্তন বিধায়ক। সেখানেই তিনি দাবি করেন, ‘তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ভয় পাচ্ছে।’


শুভেন্দু বলেন, ‘ধর্মীয় সভায় যাওয়ার পথে হামলা চালিয়েছে। মহিলা ও শিশুদেরও ছাড়েনি। তাঁর হুঁশিয়ারি, ‘কাঁথি থেকে তৃণমূলকে ঝেঁটিয়ে পরিষ্কার করে দেব।’


এরপরই শুভেন্দু জানিয়ে দেন, ‘কাঁথির সভায় বিজেপিতে যোগ দেবেন সৌমেন্দু। তিনি ছাড়াও যোগ দেবেন আরও কয়েকজন।’


শুভেন্দুর দাবি, নির্বাচনী বিধি চালু হলেই খেলা দেখতে পারবে রাজ্যবাসী।


মঙ্গলবার, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভায় যোগ দিতে আসার পথে, সোনাচূড়ার ভূতার মোড়ে আক্রান্ত হন বিজেপি কর্মীরা। বাস ভাঙচুর করা হয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।


বুধবার আহত দলীয় কর্মীদের হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও তারপর তমলুক জেলা হাসপাতালে যান তিনি।


আহতদের কাউকে বুকে টেনে নেন। কারও গায়ে-মাথায় হাত বুলিয়ে স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। কীভাবে হামলা হল? সেসময় কতজন ছিল তাও জানতে চান শুভেন্দু অধিকারী।


এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন,ধর্মীয় সভায় আসার পথে হামলা, প্রয়োজনে ফের আন্দোলনে যাব, নন্দীগ্রামে জমি আন্দোলনের জন্য লড়াই করেছি, প্রয়োজনে ফের আন্দোলনে যাব।


ওই হামলার প্রতিবাদেই আজ সভা করেন শুভেন্দু অধিকারী। এরপর দুপুর ৩টেয় কাঁথির ডর্মিটরি মাঠে বিজেপির যোগদান মেলার আয়োজন করা হয়েছে। সেখানেও সভা করবেন শুভেন্দু অধিকারী।